বিডি প্রতিবেদ :
পরিবেশ প্রতিবেশ রক্ষা ও কার্বন নিঃসরণ কমানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ( জেসিআই) বাংলাদেশের পাঁচটি লোকাল অর্গানাইজেশন।
কক্সবাজারকে গ্রীন করার লক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের গুরুত্ব তুলে ধরার প্রয়াসে দ্বিতীয়বারের মতো মেরিন ড্রাইভ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জেসিআই।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন,জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টরআবু ফারহান, জেসিআই কক্সবাজারের লোকাল প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান, জেসিআই চট্টগ্রামের লোকাল প্রেসিডেন্ট রাজু আহম্মেদ, জেসিআই ঢাকা এইসের লোকাল প্রেসিডেন্ট যাফির শাফিঈ চৌধুরী, জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান পাভেল এবং জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল ট্রেজারার মোঃ তানভীর হাসান । এছাড়াও পূর্ণ সহযোগিতা করেন জেসিআই ঢাকা ইউনাইটেড -এর লোকাল প্রেসিডেন মুনতাসির মামুন ও জেসিআই ঢাকা ওয়েস্ট এর লোকাল প্রেসিডেন্ট মোঃ মাহমুদুর রহমান। বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান সমন্বয়ক হিসেবে কর্মকান্ড পরিচালনা করেন জেসিআই কক্সবাজারের লোকাল ডিরেক্টর আরিফুর রহমান।
শুধুমাত্র পরিবেশ রক্ষাই নয় বরং সৌন্দর্য বর্ধনের কথা বিবেচনায় রেখে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয় যা কয়েক বছরের মাঝে বিকশিত হয়ে লাল ফুলের সৌন্দর্যে রাঙ্গিয়ে দেবে মেরিন ড্রাইভের পরিবেশ এমনটাই মনে করেন আয়োজকরা।