শিরোনাম :
সৈকতে কাছিমের ছানা অবমুক্ত হজ ওমরার ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট আর থাকবে না -ধর্ম উপদেষ্টা তারেক রহমানের ঈদ উপহার পেয়ে এতিম শিশুদের মুখে অকৃত্রিম হাসি কালারমারছড়ায় লবণচাষী নিহত মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে,

চকরিয়ায় মোটরসাইকেল সহ তিন চোর গ্রেফতার

নিউজ রুম / ৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল সহ তিন চোরকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

গত ২৯ জুলাই(শনিবার) সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্হ ভাণ্ডীর ডেপা নামক মহাসড়কের চেকপোস্টে তাদেরকে সন্দেহজনক আটক করা হয়।

চোরাই মোটরসাইকেলের মালিক-আব্দুল কুদ্দুস (৪৮) চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বিল্লাহ পাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

গ্রেফতারকৃত চোরেরা হলেন-আব্দুল্লাহ প্রঃ সেলিম (২৮) কক্সবাজার সদরের ৬নং ওয়ার্ডের পাহাড়তলি এলাকার সামশুল আলমের ছেলে।সিরাজুল ইসলাম প্রঃ নুর হোসেন(৩৪) আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে,বর্তমানে সে ব-ক-সি কোড-৬৫,এস,আর,সি-২১৪৭০/এ,কুতুপালং রেজি ক্যাম্প,উখিয়া।আব্দুল করিম প্রঃআব্দুল্লাহ(৩৫) কক্সবাজার সদরের পিটি স্কুলের পাশে খুনিয়াপাড়া এলাকার মৃত মোঃ হোসন প্রঃ হাসান,সে বর্তমানে রামুর লায়লার বাড়ীর ভাড়াটিয়া পাঞ্জাখানায থাকেন।

এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ ৩০ জুলাই বিকেলে এক প্রেস ব্রিফিং বলেন,জনৈক আব্দুল কুদ্দুসের দুই তলা বিশিষ্ট পাকা বাড়ী।সে গত ২৮ জুলাই রাতে বাড়ীতে ঢুকে নিচ তলার একটি কক্ষে গাড়ীটি লক সহ আলাদা তালা দিয়ে রাখেন।পরে বাহিরের গেটেও সিকলযুক্ত তালা লাগিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ীতে ঢুকে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন।তার গাড়ীটির নাম-সুজুকি,অনটেষ্ট-১৫৫ সিসি,যার আনুমানিক মূল্য-১লক্ষ৯২হাজার টাকার মত হবে।কিন্তু চোরেরা পূর্ব পরিকল্পিতভাবে সবকিছু ভেঙ্গে গাড়ীটি নিয়ে আসার পথে হারবাং চেকপোস্টে হারবাং ফাঁড়ির পুলিশ গাড়ী সহ তিন চোরকে সন্দেহজনক গ্রেফতার করেন।পরে গ্রেফতারের খবরটি মোটরসাইকেলের মালিক জানতে পেরে থানায় যোগাযোগ করেন।তবে এর আগে তারা সম্ভবনাময় জায়গায় খোঁজাখুঁজি করেছিল।না পেয়ে থানা এসে গাড়ীটি চেচিস নং সহ সবকিছু মিলিয়ে নিশ্চিত হওয়ায়,চোরদের বিরুদ্ধে সে বাদী হয়ে এজাহার দায়ের করেন।বিধায় চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর