শিরোনাম :
রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল সম্পন্ন, ১৯ জন হিফজ সমাপনকারী সম্মাননা পাগড়ী দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম আবারও চালু করার উদ্যোগ জাতীয় নির্বাচনের দিন গণভোট জণ আকাংখার পরিপন্থী-ডক্টর হামিদুর রহমান আযাদ জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত সংস্কার ছাড়া কোন নির্বাচন গ্রহণ যোগ্য হবে না-ডক্টর হামিদুর রহমান আযাদ ১২ নভেম্বর কে ‌ উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এক আলোচনা সভা কক্সবাজারে দায়িত্বশীল পর্যটন উন্নয়নে জাতীয় সেমিনার রোহিঙ্গা শরণার্থী সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু আমার দেশে সম্পদের অভাব নাই শুধু আদর্শ মানুষের অভাব–ডক্টর হামিদুর রহমান আযাদ

নিউজ রুম / ৮৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলর ত্রাস ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত শাহাব উদ্দিনকে (৩৮) অবশেষে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ ও থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকা ঘিরে ফেলে পালিয়ে যাওয়ার সময় ডাকাত শাহাব উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন।
এসময় পুলিশ তাঁর বাড়ি থেকে দেশে তৈরি দুইটি এলজি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও বেশ কিছু ধারালো কিরিচ উদ্ধার করেছে। গ্রেফতারকৃত শাহাব উদ্দিন বদরখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বদন্যাপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার। তিনি বলেন, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন সহযোগিদের নিয়ে দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে। এলাকায় ডাকাতি থেকে শুরু করে সবধরনের অপরাধে শাহাব উদ্দিন ও সহযোগীরা জড়িত রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে ইতোপূর্বে অন্তত ৯টি মামলা রুজু হয়েছে থানা ও আদালতে। এছাড়াও একটি মামলা রয়েছে পুলিশের উপর হামলার ঘটনায়।

তিনি বলেন, বেশ কটি মামলায় জামিনে আসার পর পুনরায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে বেপরোয়া হয়ে উঠেন শাহাব উদ্দিন। বিষয়টি নিশ্চিত হয়ে রবিবার সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ এর নেতৃত্বে থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার, এসআই সুজাউদ্দৌলা, এসআই মামুনুর রশীদ, এএসআই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালীস্থ তার বাড়ি ঘিরে ফেলে আমরা ডাকাত শাহাব উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হই।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অভিযানের সময় ডাকাত শাহাব উদ্দিনের বাড়ি থেকে দেশে তৈরি দুইটি এলজি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও বেশকিছু ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে। ###


আরো বিভিন্ন বিভাগের খবর