বিডি প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষে রবিবার সন্ধ্যা ৭টায় শহরের এক অভিজাত রেস্তোরায় প্রতিযোগিতা বাস্তবায়ন উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহবায়ক কবি আসিফ নুরের সভাপতিত্বে ও সদস্য সচিব সত্যপ্রিয় চৌধুরী দোলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা বাস্তবায়ন উপকমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ মুরাদ সুমন, সদস্য মিজানুর রহমান, কবি এম জসিম উদ্দিন, সাংবাদিক নুপা আলম, জিয়া উল্লাহ চৌধুরী, ফয়সল হুদা, সোহেল রানা, সাগর পাল, অন্তিক চক্রবর্তী।
সভায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার পত্র পৌঁছানো, সাংস্কৃতিক সংগঠনের অংশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত গৃহীত হয়।