বিডি প্রতিবেদক :
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার শহরের সামাজিক ও মানবিক সংস্থা হামিম-মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ,দোয়া মাহফিল ও তবরুক বিতরণ অনুষ্টিত হয়েছে।
১৩ আগস্ট আছরে নামাজের পর কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন বাহার ছড়ার হযরত শাহ মোজাহেরিয়া গাউসিয়া হেফাজতখানা ও এতিমখানা ও নূরানী মাদ্রাসা এ মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয় । উক্ত মিলাদে মোনাজাত করেন হাফেজ মোল্লানা মোঃ আফসার। এসময় উপস্থিত ছিলেন হামিম-মফিজ ফাউন্ডেশনের চেয়ারমন্যান সমাজসেবক ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন, সদস্য সচিব মোজাম্মেল হক, কার্যকরী সদস্য আবুল হোসেন, সদস্য রাকিবুল হাসান, মোঃ হাসান ও আরাফাত উদ্দিনসহ প্রমুখ। এসময় বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারে সকল শহীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এতিম, পথচারীদের ও বদরমোকাম মসজিদের রাস্তায় অবস্থানরত ভিক্ষুদের তবরুক বিতরণ করা হয়।