বিডি ডেস্ক :
ঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও অসহায় গরীব মেহনতি মানুষের জন্য গণভোজসহ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
বুধবার সকাল ৯টায় কক্সবাজার পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ীভাবে তৈরী করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এরপর সকাল ১১টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার গরীব অসহায় মেহনতি মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়।
যেখানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন৷ বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জন্য ছিল আলাদা আয়োজন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে দিনব্যাপী এসব কর্মসূচী পালন করা হয়।
পুরো আয়োজনে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।