বিডি প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে ৩৪বিজিবি।
মঙ্গলবার বিকেলে সীমান্ত এলাকা ঘুমধুমের বাইশফাঁড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২শত ৫০জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ৩৪ বিজিবি’র অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
এসময় বাইশফাঁড়ী বিওপি’র সুবেদার মোহাম্মদ শরীফুল ইসলাম, বাইশফাঁড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবিরসহ বিজিবি’র পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।