স্টাফ রিপোর্টার:
কক্সবাজারে ১৩ কেজি গাঁজাসহ আপন দুই ভাই-বোনকে আটক করেছেন-র্যাব-১৫ এর আভিযানিক টিম।
গত ২১আগষ্ট সকার সাড়ে ১১টা ৫০মিনিটের দিকের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশন এর সামনের অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ীটি তল্লাশীর মাধ্যমে এসব মাদক উদ্ধার সহ দু”জনকে আটক করেন।তবে ২২ আগষ্ট বিকেলে প্রেস ব্রিফিং করেন র্যাব।
আটককৃতরা হলেন-নুর কামাল (২০)
,বড়বোন তসলিমা আক্তার (৩৪) টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইটংপাড়ার মোঃ আবু সৈয়দ ছেলে ও মেয়ে।তাদের পূর্বের ঠিকানা-কুমিল্লা সদরের কাসেদ মিঞার বাড়ী।
র্যাব-১৫ এর দেওয়া প্রেস ব্রিফিং থেকে জেনেছি-ধৃত মাদক-কারবারীরা ১৩কেজি গাঁজা নিয়ে চট্রগ্রাম থেকে গাড়ী যোগে কক্সবাজারে আসছেন।গোপনে এমন সংবাদ পেয়ে রামুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী “মারসা” পরিবহন(যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো- ব-১১-১২০৪) তল্লাশীর মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি।পরে মাদক আইনে ব্যবস্হা নিতে লিখিত এজাহার সহ ধৃতদের রামু থানায় হস্তান্তর করেছেন বলে উল্লেখ করেন।