শিরোনাম :
পেকুয়ায় গুলি বর্ষণের ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা কোস্ট গার্ড ও র্যাবের অভিযান : শাহপরীর দ্বীপ উপকূল থেকে এক লাখ পিস ইয়াবা সহ ৫ ইয়াবা কারবারি আটক জাতিসংঘের সাধারণ পরিষদ রোহিঙ্গা সংকটের উপর প্রস্তাব গ্রহণ গভীর সাগরে ভাসতে থাকা ২২ মাঝিমাল্লা সহ ফিশিং বোট উদ্ধার পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে ফাঁকা গুলি ছুটলো র্দূবৃত্তরাঃআহত-১৬ চকরিয়া ডাকাতি মামলার তিন আসামীকে গ্রেফতার করেন পুলিশ গভীর সাগরে বিকল ১২ জেলে সহ ফিশিং ট্রলার উদ্ধার কক্সবাজারে বিশ্ব আবহাওয়া দিবস পালিত রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি : নিখোঁজ হয়ে মৃত উদ্ধার বিজিবি সদস্য চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার

মহেশখালীতে মায়ের বাঁধন ক্রীড়া চক্রের নির্বাচন ও অভিষেক সম্পন্ন

নিউজ রুম / ৬০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :

মহেশখালীর হোয়ানক বড়ছড়া ও পাহাড়তলী এলাকার বৃহত্তম ক্রীড়া সংগঠন মায়ের বাঁধন চক্রের কার্যকরী কমিটির নির্বাচন ও নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠান এক সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে।
হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মোঃ বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদী ও দৈনিক আমাদের সময়ের মহেশখালী প্রতিনিধি সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, হোয়ানক ইউপি সদস্য আশেক ইলাহী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নোমান লেদু, সাধারণ সম্পাদক নিপেন্দ্র লাল দে, আব্দুল হামিদ, মোস্তাক আহমদ, ফরিদুল আলম, প্রধান নির্বাচন কমিশনার আমানুল্লাহ আমান, সরকারি নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন ও মোহাম্মদ ইউনুস, মাহমুদুল করিম, আব্দুল হাকিম, মোঃ লেদু মিয়া, মোহাম্মদ নাসির প্রমুখ।
উল্লেখ মায়ের বাঁধন ক্রীড়া চক্রের নতুন কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য আমানুল্লাহ আমানকে প্রধান নির্বাচন কমিশনার ও সৈয়দ হোছন এবং মোহাম্মদ ইউনুছকে সহকারি নির্বাচন কমিশনার মনোনীত করে গঠিত ৩ সদস্যের নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা করলেও নির্ধারিত সময়ের ভিতরে প্রধান পাঁচটি পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মাহবুব আলম, সহ-সভাপতি মহিম উদ্দিন, সাধারণ সম্পাদক অছিউর রহমান অছির, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, অর্থ সম্পাদক মোঃ সালামত উল্লাহ ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ জামাল উদ্দিনকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য ২০০৮ সালে প্রতিষ্ঠিত মায়ের বাঁধন ক্রীড়া চক্র নামক ক্লাবটি ইতিমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনে নিবন্ধন লাভ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর