জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় বাস চাপায় ইজিবাইক উল্টে ১ যাত্রী নিহত আরো নারী-পুরুষ মিলে ৬জন যাত্রী গুরুত্ব আহত হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের নলবিলা মাজার গেট এলাকায় র্দুঘটনাটি ঘটেছে।
নিহত-মোশাররফ হোসেন (৪০) পার্বত্য লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
আহতরা হলেন, লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকার রুহুল আমিন (৪০), শুকতারা বেগম (৪৫), তার মেয়ে তাসফিয়া বেগম (২২), রহিমা বেগম (৪০), আক্কাস আহমদ (৫৫) ও নাহিদা বেগম (১৮)।নিহত আর আহত সবাই ইজিবাইকের যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান,বানিয়াছড়া ষ্টেশন থেকে ২টি ইজিবাইক যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিলেন।এসময় ইজিবাইক ২টি রাত সাড়ে ৮টার দিকে নলবিলা মাজার গেটে পৌছলে,এমতাবস্থায় একই মুখি একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে ইজিবাইক ২টিকে চাপা দিলে,এগুলো উল্টে যায়।এতে নারী-পুরুষ মিলে আহত ৭যাত্রীকে স্হানীয়রা পুলিশ সহায়তা উদ্ধার করে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এসময় একজনের অবস্থা গুরুত্ব দেখে চমক হাসপাতালে রেফার করেন।চমক নিয়ে চিকিৎসাধিন অবস্থায় মোশররফ মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনর্চাজ এসআই খোকন কান্তি রুদ্র বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্হানীয়দের সহযোগিতায় আহতদের কে আটক হাসপাতালে পাঠিছি।পরে শোনছি চমক রেফার করা এক যাত্রী মারা গেছেন।র্দুঘটনা কবলিত গাড়ী গুলো জব্দ করি।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।