জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকায় সিএনজিগতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেন পুলিশ।
শুক্রবার রাত দশটার দিকে বাঘগুজারা সড়কের পুরুইত্যাখালী এলাকায় ছিনতাই করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার মেহেদী হাসান (৩২), তারেকুল ইসলাম (২০) ও সম্রাট (২৬)। তাদের মধ্যে সম্রাট কোনাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার লায়েক উদ্দিনের ছোট ভাই।
ছিনতাইয়ের শিকার সিএনজি গাড়ির যাত্রী চট্টগ্রামের বাশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের মেম্বার সেহেল ইকবাল বলেন ,শুক্রবার রাতে তিনিসহ বাশখালী উপজেলার বাসিন্দা মাছের পোনা ব্যবসায়ী আমান উল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ, রুবেল, আবদুল মজিদ চকরিয়া জনতামার্কেট থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে বাড়ি যাচ্ছিলাম।এমতাবস্থায় গাড়িটি রাত দশটার দিকে পুরুইত্যাখালী এলাকায় পৌছালে ছিনতাইকারী চক্র সদস্যরা গাড়িটি গতিরোধ করেই আমাদের স্বর্বস্ব লুটে নিয়ে যান।এবিষয়ে আমি বাদী হয়ে থানায় এজাহার দায়ের করি।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে রবিবার রাতে৷ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারী সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে তাদের স্বীকারোক্তি মতে লুন্টিত মালামাল উদ্ধার করা হয়েছে।গতকাল সন্ধ্যায় গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।