শিরোনাম :
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” পেকুয়ায় সন্তানের নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ পিতা যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফজলে করিম শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

নিউজ রুম / ১৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

রহমান তারেক:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিকে প্রতিনিধিদলের সদস্যরা উখিয়ার কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্পে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

২৭ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের ড. ইমন চৌধুরী। প্রতিনিধিদলের নিরাপত্তায় ছিলেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

প্রতিনিধিদলে ছিলেন, ড. ইমন চৌধুরী, মাইকেল সুনিও মিওয়া, ফুয়াদ হাসান মল্লিক, মুহাম্মদ ফেরদৌস, রদ্রিগো মিগুয়েল মার্টেল ওরিহুলা, গঞ্জালো মন্টোয়ো, আলেজান্দ্রা কর্টেজ পাজ, জার্জ এনরিক মুটিস, কিয়ানের ঝু, কোতারো ত্রিস্তান কামাতা, হাফসা আবিদি, ইউহুই ইয়াং, সিচাং হুয়াং, কেলি ঝাও, জেসিকা শেক্সেরা, নশীন মুফারত, মুনেম শাহরিয়ার গালিব, রুফাইদা আনাম রাইতা, ফয়সাল হোসেন, সেরাজুস সালেকিন, প্রশান্ত সেন, লামিয়া আলী পাংটি, শাহ-মা- অরুসা শ্রেষ্ঠা, তানভী আজমী দোলা, নুসরাত জাহান অনিতা, ফারহানা লাবিব হোসেন, ও শেখ আশরাফ হোসেন হাবিব।

সহ-অধিনায়ক মো. সাইফুজ্জামান জানান, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের বসতবাড়ি, জীবনযাত্রার মান ও নিরাপত্তা নিয়ে কথা বলেন। এ সময় রোহিঙ্গা শরণার্থীরা প্রতিনিধিদলের সদস্যদের কাছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের কথা, রাখাইনে সংঘটিত ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগসহ গণহত্যার বিবরণ এবং ক্যাম্পের পরিস্থিতি তুলে ধরেন।

প্রতিনিধিদলটি রোহিঙ্গা শিশুদের পাঠদানের কয়েকটি লার্নিং সেন্টার ঘুরে দেখে। এ সময় কয়েকজন রোহিঙ্গা শিক্ষার্থীর সঙ্গে শিক্ষাব্যবস্থা নিয়ে কথাও বলেন। বিকেল সাড়ে চারটার দিকে ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার শহরের উদ্দেশ্যে ফিরে যায় প্রতিনিধিদলটি।


আরো বিভিন্ন বিভাগের খবর