চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের,চকরিয়াস্হ ফাঁসিয়াখালী রেঞ্জাধিন কাকারা ও রিংভং ফাঁসিয়াখালী বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখল করে গোপনে পাঁকা আর খামার ঘর নির্মাণকালে সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ও বিকেল সাড়ে ৩টার সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সংশ্লিষ্ট বনবিভাগ। অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী রেঞ্জ- কর্মকর্তা মোঃ মেহরাজ উদ্দিন। তিনি জানান,সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে গোপনে জায়গা দখল করে রিংভং দরগাহ গেই ও ইসলাম নগর দরগাহ গেট এলাকায় পাঁকা বাড়ী আর খামার ঘর নির্মাণ কাজ চালাচ্ছে।খবর পেয়ে ডিএফও,এসিএফ মহোদয়ের পরামর্শে সোমবার দিনে অভিযান চালিয়ে উচ্ছেদ করে দিয়েছি।ভবিষ্যতে যেন বনাঞ্চল দখলে না আসে সর্তক করেছি।তবুও তাদের বিরুদ্ধে সৃষ্ট অপরাধের দায়ে বন আইন মোতাবেক ব্যবস্হা নিচ্ছেন বলে জানান তিনি।