চট্টগ্রাম রেঞ্জ ভলিবল টুর্ণামেন্ট-২০২৩ এর চ্যাম্পিয়ন বান্দরবান জেলা পুলিশ দল

নিউজ রুম / ১৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

পুলিশ লাইন্স, কক্সবাজার মাঠে চট্টগ্রাম রেঞ্জ ভলিবল টুর্ণামেন্ট -২০২৩ এর সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নুরে আলাম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং প্রধান অতিথির পক্ষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয় ।
ভলিবল প্রতিযোগিতায় পুরুষ দলে বান্দরবান দল চ্যাম্পিয়ন এবং রাংঙ্গামাটি দল রানার আপ হয়েছে। নারী দলে বান্দরবান চ্যাম্পিয়ন এবং কক্সবাজার দল রানার আপ হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের আয়োজিত এ প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ১৮টি দল অংশগ্রহণ করছে।
চট্টগ্রাম রেঞ্জ ভলিবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা উপভোগ করতে আরো উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) কক্সবাজার, জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ মিজানুর রহমান সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর