চকরিয়া উপজেলা ছাত্রলীগের বঙ্গমাতার জন্মদিন পালন

নিউজ রুম / ৪৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
মহীয়সী বঙ্গমাতার চেতনা,অদম্য বাংলাদেশের প্রেরণা, স্লোগানে কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী। খতমে কুরআন ও দোয়া মাহফিল করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখা।
সোমবার (৮ আগস্ট) বাদে আসর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহামুদ রুবেল ও সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের নেতৃত্বে চকরিয়ায় একটি এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও বঙ্গবন্ধুর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় চকরিয়া উপজেলা ছাত্রলীগের ডুলহাজারা, হারবাং,ফাঁসিয়াখালী,চিরিঙ্গা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি আরহান মাহামুদ রুবেল বলেন, ‘বঙ্গমাতার জন্মদিনে এই মহীয়সী নারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, সেই সাথে বঙ্গবন্ধু ও বাঙালির আজীবন সুখ-দুঃখের সঙ্গী এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, সংসারের অন্তরালে থেকে আবির্ভূত হয়েছিলেন একজন দক্ষ নীরব সংগঠক রূপে।’

সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব বলেন, ‘বাঙালির স্বাধিকার আন্দোলন সংগ্রামের ধাপে ধাপে বঙ্গবন্ধুর নির্ভীক সহযাত্রী ছিলেন বঙ্গমাতা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার মতো বুদ্ধিদীপ্ত, দূরদর্শী, সাহসী, নির্লোভ ও নিষ্ঠাবান ইতিবাচক ভূমিকাই শেখ মুজিবকে বঙ্গবন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হতে সহায়তা করেছে। নীরবে-নিভৃতে তিনি বঙ্গবন্ধুর জন্যে, বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মানুষের জন্যে শুধু দানই করে গেছেন। যিনি পরিবারের চেয়ে সব সময় দেশের প্রয়োজনকে, রাজনৈতিক প্রয়োজনকে বড় করে দেখতেন।


আরো বিভিন্ন বিভাগের খবর