চকরিয়া প্রতিনিধি:-
কক্সবাজারের চকরিয়ায় আট হাজার ইয়াবাসহ মোঃ উসমান (৪২) নামের এক মোটসাইকেল আরোহীকে গ্রেপ্তার করে থানা পুলিশ । শুক্রবার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা বন বিটের চেক পোষ্টের সামনে এ পাচারকারীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত- মো: উসমান (৪২) মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের বাসিন্দা মো: ইসহাক এর ছেলে। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজারা বনবিটের মইগ্যারমারছড়া চেক পোষ্টের সামনে ধৃত মোটরসাইকেল আরোহীকে চেক করে বন প্রহরীর সামনে আট হাজার ইয়াবা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ধৃত ব্যক্তির জবানবন্দীমতে জেনেছি সে কক্সবাজার বাস টার্মিনাল থেকে দশ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলি নিয়ে মহেশখালীর রফিক নামের এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিল । এমতাবস্থায় সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ্দ করা হবে। তবে ইয়াবাগুলি কার থেকে নিয়েছে এবং কাকে দিচ্ছে তাদের ঠিকানা বের করার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।