জিয়াউল হক জিয়া:-
সময় উপযোগী কঁচি শিক্ষার্থীদের জন্য খুটাখালীর বাক্কুম পাড়াস্হ নুরুল হেরা জব্বারিয়া একাডেমি প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন দেখে মুগ্ধ এলাকাবাসী। যদিও বৈশ্বিক মহামারী করোনাকালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান আজ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২ই ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একাডেমি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মো: ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান। প্রধান মেহমানের বক্তব্য রাখেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর হামজা। বিশেষ অথিতির বক্তব্য রাখেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ রাহামতুচ্ছালাম, অধ্যাপক রমিজ উদ্দিন শরীফি (বাংলা), অধ্যাপক মাওলানা রশিদ আহমদ (আরবী), অধ্যাপক মাঈন উদ্দিন (ইংরেজি), মাওলানা নুরুল আবছার হেলালী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আউয়াল, ৪নং ওয়ার্ডের ই্উপি সদস্য ছৈয়দ হোছাইন, রাজনৈতিক নেতা মনিরুল হক ভুট্টু ও আয়াছুর রহমান। অফিস সূত্রে জানা যায় চতুর্থ শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীর সংখ্যা ১৫ জন। প্লে থেকে ৪র্থ শ্রেনী পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। কর্মরত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৮জন। বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে। এছাড়া খুটাখালী ইউনিয়নে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগীতা মূলক দ্বীনি ও সাধারণ শিক্ষায় কঁচি শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে শিক্ষিত করে তোলা হচ্ছে। যার প্রমান আজকের অনুষ্ঠানের অধ্যায়নরত কঁচি শিক্ষার্থীরা অত্যান্ত সুন্দরভাবে আরবী, বাংলা ও ইংরেজিতে বক্তব্য রেখে প্রমান করেছেন নুরুল হেরা জব্বারিয়া একাডেমি সময় উপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সকল শিক্ষার্থী অভিভাবক সহ এলাকাল গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।