শিরোনাম :
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” পেকুয়ায় সন্তানের নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ পিতা যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফজলে করিম শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

কক্সবাজারে উচ্চ আদালতের নির্দেশে ১১ দিন পর মনোনয়ন পত্র গ্রহণ

নিউজ রুম / ১৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় অতিবাহিত হয়েছে ১১ দিন আগে। এর মধ্য শেষ হয়েছে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াও। কিন্তু ১১ দিন পর উচ্চ আদালতের দেয়া এক আদেশের প্রেক্ষিতে কক্সবাজার-০৩ আসন ( সদর, রামু ও ঈদগাঁও ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র গ্রহণ করেছে জেলা রির্টানিং কর্মকর্তা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই মনোনয়ন পত্রটি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
তিনি জানিয়েছেন, বিকালে আদালতের আদেশের কপিটি হাতে পাওয়ার পর মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে। এটি আগামি ১৫ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের জন্য দিন ধার্য করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাননি জেলা প্রশাসক।
এ ব্যাপারে ব্যারিস্টার মিজান সাঈদের সাথে আলাপের জন্য মোবাইল ফোনে বার বার চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।
জেলা প্রশাসনের একটি সূত্র বলছে, ৩০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ব্যারিস্টার মিজান সাঈদ মনোনয়ন পত্র দাখিলের জন্য এসেছিলেন। কিন্তু নির্ধারিত সময় বিকাল ৫ টা অতিক্রম হওয়ায় বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলের আপত্তির প্রেক্ষিতে মনোনয়ন পত্রটি গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে হাইকোর্টের শরণাপন্ন হন ব্যরিস্টার মিজান সাঈদ। মঙ্গলবার এ নিয়ে আদালত মনোনয়ন পত্র দাখিলের জন্য আদেশ দেন।
ব্যারিস্টার মিজান সাঈদ এই আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইকালে ৪ জনের প্রার্থিতা বৈধ হলেও অপর ২ জনের বাতিল করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর