চকরিয়ায় ট্রাকভর্তি ২০টি চোরাই সহ তিন পাচারকারী আটক

নিউজ রুম / ১১৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া:

কক্সবাজারের চকরিয়ায় ১টি ট্রাকগাড়ী ভর্তি ২০টি চোরাই গরু সহ তিন পাচারকারীকে আটক করেন থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাষ্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর থেকে এসব আটক ও জব্দ করা হয়েছে। আটকৃতরা হলেন,মোঃ ওমর ফারুক (৩০) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের মাষ্টার আলী পাড়ার মৃত মাষ্টার জহির আহামদের ছেলে,গিয়াস উদ্দিন (৫০) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়া- এপি/সাং-মুসলিম নগর পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে ও মোশারাফ হোসেন (২৬) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া, জমির মেম্বারের বাড়ী বাসিন্দা আবুল হোসেনের ছেলে। এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী ইউপিস্থ ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাষ্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর ২০টি চোরাই গরু ও ১টি ট্রাক সহ ৩ পাচারকারীকে আটক করেছেন পুলিশ। ধারণা অবৈধ গরু মায়ানমার হইতে রাজস্ব ফাঁকি দিয়ে এনে ক্রয় বিক্রয় চলছে।গরুগুলো বিভিন্ন রং এ।অভিযানটি এস,আই সুজাউদ্দৌলা চালিয়েছেন। আটককৃতরা জব্দকৃত গরুগুলো আমদানির ও মালিকানা স্ব-পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।বিধায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর