বছরের প্রথমদিনে প্রধানমন্ত্রীর উপহার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিলেন মুজিবুর রহমান

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

আহসান সুমন :
ইংরেজি নতুন বছরের প্রথমদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরূপ শত শত শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমান। সোমবার সকালে আলাদাভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থীর মাঝে এসব বই বিতরণ করা হয়।
এদিকে সন্তানদের হাতে নতুন বই দেখে খুশি হয়েছেন অভিভাবকরাও। তারা আদরের সন্তানদের হাতে বিনামূল্যে এসব মূল্যবান বই দেখে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সকাল সাড়ে ৯টায় কক্সবাজার মডেল হাই স্কুলে যান সাবেক নগর পিতা। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান।
এসময় কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল কুদ্দুস রানাসহ কমিটির অন্যান্য সদস্যগণ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বেলা ১১টার দিকে হাজী ছিদ্দিকিয়া কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান।
এতে স্কুল কমিটির সদস্য আলী রেজা ও প্রধান শিক্ষক আবুল হাসেম সেলিমসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সবশেষে সমিতি পাড়া উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন মুজিবুর রহমান। এসময় প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর