শিরোনাম :
আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু সমুদ্রে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

ভেসে এলো ২ শিশুর মরদেহ

নিউজ রুম / ৮৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
ছবি: সংগ্রহীত

বিডি প্রতিবেদক:
কক্সবাজার সৈকতের ডায়াবেটিক পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এলো ২ শিশুর মরদেহ। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে বীচকর্মীরা।
রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন বীচকর্মী সুপারভাইজার মাহবুব আলম।
নিহতরা হলো- শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, ‘সোমবার বিকেল ৩টার দিকে যখন জোয়ার আসে তখন সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এ দুই শিশু জোয়ারের পানি দেখতে যায় এরপর থেকে তারা নিঁখোজ ছিল। অবশেষে রাত ১২টার পরে দুই স্থান থেকে দুজনের লাশ পাওয়া যায়।’
তিনি বলেন, ‘একটি লাশ পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসে। ঘন্টা ব্যবধানে আরেকটি লাশ পাওয়া যায়। সেই লাশটি দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়।’


আরো বিভিন্ন বিভাগের খবর