শিরোনাম :
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” পেকুয়ায় সন্তানের নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ পিতা যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফজলে করিম শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

সুন্দর সমাজ বির্নিমাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে

নিউজ রুম / ১৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

সমাজ থেকে অন্যায়—অবিচার ও বিভেদ দূর করতে পারেন সাংবাদিকরা। তাই সুন্দর সমাজ বির্নিমাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সাংবাদিক সংসদ কক্সবাজারের সদস্যরা বেশিরভাগই তরুণ, মানবিক কাজসহ সাংবাদিকতার উন্নয়নে তারা যে কার্যক্রম করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) হোটেল আলগণির গাংচিল ব্যাঙ্কুয়েট হল রুমে সাংবাদিক সংসদ, কক্সবাজার আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সাংবাদিক সংসদ, কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজারের সভাপতি এইচ এম এরশাদ, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামশুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি জিএম আশেক উল্লাহ, এনটিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক  গণসংযোগের সম্পাদক সাইফুর রহিম শাহীন, সাংবাদিক সংসদের উপদেষ্টা চ্যানেল আইয়ের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, কক্সবাজার নিউজ—সিবিএন এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর, ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম.আর মাহবুব, সাধারণ সম্পাদক আহসান সুমন, সদর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সংগঠনের উপদেষ্টা দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক আদনান সাউদ ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম৷
এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত করেন সাংবাদিক সংসদ, কক্সবাজার এর সহ সভাপতি ছৈয়দ উল্লাহ আজাদ৷ পরে ইফতার পরিবেশন করা হয়।
###


আরো বিভিন্ন বিভাগের খবর