শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

রোদ-বৃষ্টি আধার রাতে,আমরা আছি রাজপথে এই শ্লোগানে মুখরিত চকরিয়ার কোরক বিদ্যাপীঠ প্রাঙ্গন।শ্লোগান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন,সমগ্র দেশের শিক্ষার্থীরা ১৭ বছরের স্বেরাচারী শাসক শেখ হাসিনা সরকার অর্থাৎ আ’লীগ সরকারের পতন ঘটনাতে হাজারো ছাত্র/ছাত্রীকে শহীদ হতে হয়েছে। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার ভাই-বোনের রক্তঝরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে যেন ফ্যাসিবাদীর জন্ম না হয়,আমরা সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রয়োজনবোধে রাজপথে খাকবো। তবে আমরা,তোমরা যেহেতু ছাত্রত্বের অধ্যায়নরত। আমাদেরকে নিজেদের পড়ালেখাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজে শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে।সেক্ষেত্রে আমাদের অভিভাবক হবে মা-বাবা আর কেউ নয়।তবে আমরা আমাদের শহীদ ভাই-বোনদের রক্তে অর্জিত ফ্যাসিবাদীমুক্ত দেশে আর কোন খুন,গুম,অত্যাচার,নির্যাতন শিকার হতে না হয়।সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী সরকার গঠনের সময় পর্যন্ত আমাদের পথচলা অব্যাহত থাকবে।আমরা আগামীর সুন্দর দেশ বির্নিমানে বদ্ধ পরিকর হয়ে,ততদিনে রাজপথে থাকবো।আমরা আমাদের শহীদ ভাই-বোনদের বিচার চাই।সুতরাং বিচারের প্রক্রিয়া সম্পন্ন করবো ইনশাআল্লাহ।উপস্হিত শিক্ষার্ষীদের পড়াশোনা প্রতিযোগী হওয়া ,ফেসবুকে আসক্ত না হওয়া,ছাত্রত্বের মত করে চলার দিকনির্দেশনা দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।তার দীর্ঘ বক্তব্যের মধ্যে তিনি বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চকরিয়া ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আযোজনে কোরক বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।তবে অনুষ্ঠানে আরেক তালাত মাহমুদ খান রাফিকেও বরণ করেছেন ছাত্র সমাজ। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এর চকরিয়ায় আগমন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে ছাত্র আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীরা যোগদান করেন।তবে অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রচুর বৃষ্টি হলেও বৃষ্টি ভিজে হলেও অনুষ্ঠানকে সফল করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর