শিরোনাম :
উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয়

সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর

নিউজ রুম / ৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

সাকলাইন আলিফ:

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন জেলা পুলিশসহ নির্বাচনে দায়িত্ব পালন কারি কর্মকর্তারা বদ্ধপরিকর বলে ঘোষণা দিয়ে আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। কক্সবাজার জেলায় শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার সহ-সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রার্থীদের গুজবে কান না দিয়ে আইন প্রয়োগকারী সংস্থার শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়।

কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বেশ কিছু পদক্ষে গ্রহণ করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজারের নবাগত পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, র‌্যার ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নেয়ামুল হালিম খান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম,সিভিল সার্জন ডাক্তার মুহাম্মাদুল হক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, ৩৪ বিজিবির উপ অধিনায়ক মেজর আশিক, কক্সবাজার জেলার জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার শহর জামাতের আমির আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী  কক্সবাজার কারাগারের জেল সুপার মো: জাবেদ মেহেদী।

আইশৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজারের নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, আমাদেরকে যেন দেশের বাইরে এবং জেলে যেতে না হয় এমন একটা নির্বাচন আমরা উপহার দেব। বিশেষ পরিস্থিতিতে আমরা এখানে এসেছি। আমাদের কোন চাহিদা নেই। তাই আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। খুব দ্রুত সময়ে অস্ত্র তার অভিযান শুরু হবে বলেও জানান পুলিশ সুপার।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে উৎসব মুখর পরিবেশে কক্সবাজারে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বদ্ধপরিকর। এর জন্য সকল প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে গুজবে কান দেবেন না, কোন সমস্যা হলে সরাসরি আমাদের শরণাপন্ন হবেন। শান্তি শৃঙ্খলা ভাবে নির্বাচনের সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে নানা আলোচনা হয়। নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য এ সভা থেকে সকল প্রার্থীকে আহ্বান জানানো হয়। সেই সাথে নির্বাচনের পূর্বে নির্বাচনের মাঠ কে সুন্দর রাখতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া কক্সবাজারের আইন শৃঙ্খলা, নাফ নদীতে জেলেদের মাছ ধরতে দেওয়া, মাদক প্রতিরোধ, যানজট নিরসন , পর্যটনের বিকাশ সহ নানা বিষয়ে আলোচনা হয় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায়।

সভায় কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফ,জেল সুপার রামুর উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির, উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার ইমামুল হামিদ নাদিম, উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম,ট্রাফিক বিভাগের মোঃ খসরু পারভেজ, কোর্ট ইন্সপেক্টর মোঃ আলম, সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় সংকর পাল মিঠু, ছাত্র প্রতিনিধি রিয়াদ মনি, জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোমেন মন্ডল, জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোবারক হোসেন, ছাত্র প্রতিনিধি রিদওয়ানুল হক, ছাত্র প্রতিনিধি সাগর উল ইসলাম, ছাত্র প্রতিনিধি রবিউল হোসেন, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর