আলীকদম থে‌কে ৮১‌রো‌হিঙ্গা‌কে আট‌কের পর বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর

নিউজ রুম / ১০৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

হাসান ইসমাইল:

মিয়ানমার থে‌কে বান্দরবানের আল‌ীকদম সীমান্ত দি‌য়ে বাংলা‌দে‌শে প্রবে‌শের সময় ৮১জন রো‌হিঙ্গা‌কে আটক ক‌রে বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর ক‌রে‌ছে স্থানীয় প্রশাসন।

সোমবার (১১ন‌ভেম্বর) সকা‌লে আলীকদ‌মের বাস‌স্টেশন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানায়, সকা‌লে মিয়ানমার থে‌কে আল‌ীকদম সীমান্ত দি‌য়ে বাংলা‌দে‌শে প্রবে‌শে ক‌রে ৮১জন রো‌হিঙ্গা‌। তারা আলীকদ‌মের বাস‌স্টেশন এলাকা থে‌কে বি‌ভিন্ন স্থা‌নে চ‌লে যাবার চেষ্টা কর‌লে স্থানীয় জনতা তা‌দের আটক ক‌রে। প‌রে স্থানীয় প্রশাস‌নের সহ‌যো‌গিতায় তাদের বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর ক‌রে‌।

আলীকদম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, মিয়ানমার সীমান্ত থে‌কে আলীকদম দি‌য়ে ‌বাংলা‌দে‌শে রো‌হিঙ্গারা প্রবে‌শের সময় স্থানীয় জনতা ২টি গ্রুপের ৮১জন‌কে আটক ক‌রে। প‌রে তা‌দের বি‌জি‌বির কা‌ছে সোর্পদ ক‌রা হয়েছে। ত‌বে এ ঘটনায় স্থানীয় কেউ জ‌ড়িত আছে কিনা তা খু‌জে বের করার চেষ্টা চল‌ছে ব‌লেও জানান তি‌নি।


আরো বিভিন্ন বিভাগের খবর