শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

মালুমঘাট জাহাঙ্গীর গেষ্ট হাউস থেকে ৩ পতিতা সহ ১ পুরুষ আটকঃপালালো হত্যা মামলার আসামীরা

নিউজ রুম / ২৪০ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ইউনিয়নের মালুমঘাট স্টেশনের জাহাঙ্গীর গেস্ট হাউসে মেজর তানজিম হত্যার মামলা আসামী ধরতে এসে ফেল ৩ পতিতা মেয়ে আর ১ছেলে।পুলিশের অভিযান টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় আসামীরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মালুমঘাটের জাহাঙ্গীর গেস্ট হাউসে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী। তিনি জানান-গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,মেজর তানজিম হত্যায় জড়িত কয়েকজন মামলার আসামী এই অবৈধ হোটেলে কয়েকদিন ধরে অবস্থান করেছে।এমন তথ্যের ভিত্তিতে এসে আমরা সামনের সিঁড়ি দিয়ে উঠলে এসময় তাদের দেওয়া গোপনে প্রহরীদের খবরে আসামীরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।তারপর হোটেলের রুমগুলো চার্জ করলে ৩জন পতিতা নারী ও ১জন ছেলেকে আটক করতে সক্ষম হয়।আটকদের স্বীকারোক্তি মতে,তারা হোটেল ম্যানেজারের টোকেন ফেলে ২শত টাকা দামে অনৈতিক শারিরীক সম্পর্ক করে।তারা ২/৩দিন পরপর চলে যায়।হোটেল মালিক আর ম্যানেজারের ফোন ফেলে আবার আসে।আটক ৪জনকে থানায় নিয়ে এসেছি।
স্হানীয়রা জানান-জাহাঙ্গীর গেস্ট হাউসটি বর্তমানে ডুমখালী এলাকার ২/৩ জন সিন্ডিকেট করে করছে।তারা প্রতিদিন পতিতা মেয়ে এনে এমন অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।এতে যেমন যুব সামজ আর ছাত্র সমাজ ধ্বংস হচ্ছে,তেমনি হত্যা সহ ডাকাতি,চুরি সহ নানান ধরণের অপরাধী মামলার আসামীরা একটু ফুর্তি করে।প্রকুতপক্ষে এসব হোটেল আজীবনরর জন্য বন্ধ করে দেওয়া জরুরি বলে মনে করেন স্হানীয়রা।


আরো বিভিন্ন বিভাগের খবর