শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

“পর্যটন এলাকা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে” –জেলা আমীর আনোয়ারী

নিউজ রুম / ২৯৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

বিডি ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, কক্সবাজার বিশ্বব্যাপী পর্যটন শিল্পের জন্য বহুল পরিচিত একটি নাম। বাংলাদেশের পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে যারা ভ্রমণ করতে আসবে তাদের কে শুধুমাত্র ব্যবসার দৃষ্টিতে না দেখে আমাদের ঘরের মেহমান হিসেবে বিবেচনা করে তাদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে হবে। অতি মুনাফার চিন্তা না করে সেবাকে অগ্রাধিকার দিতে হবে। প্রশাসন, পর্যটন ব্যবসায়ীসহ সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার কে আরো পর্যটন বান্ধব, নিরাপদ ও সকলের পছন্দনীয় শহরে পরিণত করতে হবে। এক্ষেত্রে পর্যটন শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনশক্তি কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পর্যটন শাখা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহসিন। সঞ্চালনা করেন মোহাম্মদ আলমগীর সাঈদ।
সম্মেলনে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য মুহাম্মদ শাহজাহান কে সভাপতি এবং মোহাম্মদ আলমগীর সাঈদ কে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন শাখার কমিটি গঠন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর