শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

উখিয়ায় খাল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ৫১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় এক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার গভীর রাতে এই ইউপি সদস্যকে হত্যা করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং  ইউনিয়নের মনখালী খাল থেকে এই ইউপি সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলার ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার।

নিহত ইউপি সদস্য কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিপালং ইউনিয়ন পরিষদের সদস্য।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে পুলিশের উপ পরিদর্শক দুর্জয় সরকার জানিয়েছেন, গতকাল  সোমবার রাত ১১ টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন কামাল হোসেন।

মঙ্গলবার দুপুরে মনখালী খালে বস্তা ভর্তি কিছু  দেখে স্থানীয় বাসিন্দারা উখিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে ইনানী পুলিশ ফাঁড়ীর একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে মরদেহ পায়। পরে স্বজনরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা সোমবার রাতে কামাল হোসেনকে গলা কেটে হত্যা করে বস্তাবন্দি করে খালে ফেলে দেয়।

কারা, কিভাবে এই ইউপি সদস্যকে হত্যা করেছে তা বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা দুর্জয় সরকার জানিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর