শিরোনাম :
উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয়

ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ রুম / ১৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
মালুমঘাট-ডুলাহাজারা হাইয়েস-মাইক্রো-নোহা ড্রাইভার কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (
নিবন্ধন নং-২৩৫০) এর ত্রি-বার্ষিকী নির্বাচনী তারিখ ও তফসিল ঘোষণা করেন উপজেলা সমবায় অফিস।গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বচিন কমিটির সভার সিদ্ধান্তক্রমে গত ১৪ ডিসেম্বর সমবায় সমিতি বিধিমালা-২০০৪ (সংশোধন-২০২০) এর ২৭ বিধি মোতাবেক “মালুমঘাট ডুলাহাজারা হাইয়েস মাইক্রো নোহা ড্রাইভার কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ” এর আগামী ২০২৬ সালের ১৭ জানুয়ারী (রোজ: শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে এমন সিদ্ধান্ত দিয়েছেন উপজেলার সহকারী সমবায় অফিসার আজিজুল হক মঞ্জু।
তিনি জানান-সমবায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ড্রাইভার কল্যাণ একতা সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ১জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ এবং ৫ জন সদস্য পদে প্রার্থী নির্বাচিত হবেন।তবে সমিতির দায়িত্বশীল ও সদস্য যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন।

মনোনয়নপত্র প্রাপ্তি ও সরবরাহ তারিখ ২১/১২/২০২৫ ও ২২/১২/২০২৫,মনোনয়ন পত্র দাখিলের তারিখ-২৩/১২/২৫ইং,মনোনয়ন পত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ-২৪/১২/২৫ইং,মনোনয়ন পত্রের বিষয়ে আপত্তি কিংবা মনোনয়ন পত্র বাতিলকৃত প্রার্থীর আপিল আবেদন দাখিল-২৫/১২/২৫ থেকে ২৮/১২/২৫ইং,আপীল আবেদনের শুনানী গ্রহন ও সিদ্ধান্ত প্রদান-২৯/১২/২৫ থেকে ৩১/১২/২৫ইং,বৈধ প্রার্থীগণের নামের তালিকা প্রকাশ-০৪/০১/২৬ইং,প্রার্থীতা প্রত্যাহার-০৫/০১/২৬ইং
বৈধ প্রার্থীগণের মধ্যে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত
তালিকা প্রকাশ-০৭/০১/২৬ইং,ভোট গ্রহণ-১৭/০১/২৬ইং তারিখ।এছাড়াও সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।ভোটগ্রহণ শেষে গণনা শুরু করার পরই ফলাফল ঘোষণা করা হবে
।তবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সমিতির কার্যালয়ে।এছাড়াও তফসিল ঘোষণার তারিখ থেকে ভোটগ্রহণ পর্যন্ত সকল কার্যক্রম উপজেলা সমবায় অফিস সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
বিভিন্ন পদের জন্য নির্ধারিত প্রতীক সমূহ হলোঃ
সভাপতি পদের জন্যঃ-চেয়ার,হারিকেন,প্রজাপতি ও আনারস,
সহ-সভাপতি পদের জন্যঃ-দোয়াত-কলম,হাঁস,বাইসাইকেল,গরুর গাড়ি ও দেয়ালঘড়ি।
সম্পাদক পদের জন্যঃ-হরিণ,গোলাপ ফুল,চাকা,উড়োজাহাজ,ও ঘোড়া।
কোষাধ্যক্ষ পদের জন্যঃ-কলসী,টিউবওয়েল, চশমা,মোরগ ও তালা।
সদস্য পদের জন্যঃ-বই,টেবিল,আম,তলোয়ার,মই,জগ,টেলিভিশন,মাছ,বাঘ,ফুটবল,গাভী,ডাব,মোটরসাইকেল,মোবাইল ফোন,বৈদ্যুতিক বাল্ব,টমটম (ইজিবাইক),খেজুরগাছ,তারা ও মাইক।


আরো বিভিন্ন বিভাগের খবর