শিরোনাম :
উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয়

কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন

নিউজ রুম / ০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

চৌধুরী ইকরাম :

কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা ও ইতিহাস বিকৃতি রোধে সাংবাদিকদের সক্রিয় ভুমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়েছে। পরে একাত্তর সালে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য গর্বের। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও নৈতিক শক্তি ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব হলো সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া।

আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ইতিহাস বিকৃতি রোধ এবং শহীদদের অবদান তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কক্সবাজার প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন আজাদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপুর সঞ্চালনায়
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি,সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামসুল হক শারেক, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এডভোকেট আবু সিদ্দিক ওসমানী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ সভাপতি এমআর মাহবুব বাংলাভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোরশেদুর রহমান খোকন, প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দৌলা হেলালী,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর আলম, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক সংবাদের স্টাফ করেসপন্ডেন্ট জসিম উদ্দিন সিদ্দিকী বৈশাখী টিভির প্রতিনিধি খোরশেদ হেলালি প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর