শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

পৌরসভাগুলোকে আধুনিকায়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশের সূচনা করতে হবে -জাহাঙ্গীর কবির নানক

নিউজ রুম / ১১১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

কোখন/সুমন :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী তাঁর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের পাশাপাশি সরকারের প্রতিষ্ঠানগুলোকেও স্মার্ট হতে হবে। সে ক্ষেত্রে দেশের পৌরসভাগুলোকেই টেকসই নগর উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের প্রথম অংশিদার হওয়ার উপর গুরুত্বারোপ করেন সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার কক্সবাজারের একটি তারকামানের হোটেলের বলরুমে দেশের দুই শতাধিক মেয়রের অংশগ্রহনে অনুষ্ঠিত মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সাধারণ সভা ও টেকসই নগর উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন। ম্যাবের সভাপতি নীলফামারীর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ম্যাব সাধারণ সম্পাদক মাদারীপুরের মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।
জসীম উদ্দিন বকুল ও রুমেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
এসময় ম্যাব উপদেষ্টা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ম্যাব সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, সিনিয়র সহ-সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মাহফুজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশের ৩২৯টি পৌরসভার সার্বিক কর্মকান্ডকে আরো গতিশীল করতে ঠেকসই নগর উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সুযোগ সুবিধা ও পৌরসভার বাজেট বৃদ্ধি সহ নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়।
এরপর কাউন্সিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৬১ পদের মধ্যে চারটি পদে উপস্থিত কাউন্সিললরের সমর্থনে নির্বাচিত হন। অবশিষ্ট শুন্য পদ আগামী ৪০দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে তালিকা প্রকাশের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ম্যাব এর কাউন্সিলে সকলের উপস্থিতিতে এবং সমর্থনে পূণরায় সভাপতি নির্বাচিত হন নিলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।
এছাড়া সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনিকে নির্বাহী সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি পদে পূণরায় নির্বাচিত করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর