শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

কক্সবাজারে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নিউজ রুম / ১০৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজারে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে বক্তারা, সরকারকে দ্রুত পদত্যাগ করে দেশকে জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশে যে নৈরাজ্যে চলছে তা আর চলতে দেওয়া যায় না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। এটা জনগণের গলার কাঁটা হিসেবে দাঁড়িয়েছে। এসব কারণে এই সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।
সোমবার বিকেলে কক্সবাজার শহরের শহীদ স্মরণীর জেলা বিএনপির কার্যালয়ের মাঠে কক্সবাজার পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি সুবেদার মেজর ( অব: ) আব্দুল মাবুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর আবু তাহের, পৌর বিএনপির সহ-সভাপতি মাস্টার গোলাম কাদের, পর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাইয়ুম, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর,পৌর কমিশনার ও জেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সংগঠনিক সম্পাদক মাসুদ, শ্রমিক দলের আবসার কামাল, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন।
সমাবেশ এর আগে বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল এসে সমাবেশস্থলে উপস্থিত হন।


আরো বিভিন্ন বিভাগের খবর