শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

২৫ মার্চের কালো রাতকে স্মরণ করলো জেলা আওয়ামী লীগ; ঘাতকদের প্রতিহত করার শপথ

নিউজ রুম / ১০৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

সুমন আহসান :
২৫ মার্চ মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে পাকিস্তানি বর্বর বাহিনীর গণহত্যায় নিহতদের স্মরণ এবং জাতীয়ভাবে ঘোষিত “ব্ল্যাক আউট” কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
শনিবার রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এমপি আশেক উল্লাহ রফিকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে ২৫ মার্চের সেই কালো রাতের সকল ঘাতক এবং তাদের উত্তরসুরিদের প্রতিহত করতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর