ফরিদ দেওয়ান :
দশ দিনের চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ আওয়ামী লীগের ১৫ সদস্যের দলটি আজ রবিবার দিবাগত রাত ১২-১৫ মিনিটে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান এমপি। প্রসঙ্গত দক্ষিণ চট্টগ্রামের একমাত্র দলীয় কেন্দ্রীয় নেতা হিসাবে এডভোকেট সিরাজুল মোস্তফা এ দলে রয়েছেন। দলের এই সফর চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী ৩১ মে তাঁদের দেশে ফিরে আসার কথা রয়েছে। এডভোকেট সিরাজুল মোস্তফা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া কামনা করেছেন। ###