বিডি প্রতিবেদক :
কক্সবাজারে জেলা যুবদল আয়োজিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে এই মিছিল বের হয়।
আগামী ১৪ জুন চট্টগ্রামে জাতীয়তাবাদী যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশ বাচাতে তারুণ্যের সমাবেশ সফল করার জন্য কক্সবাজারে লিফলেট বিতরণ ও প্রতিনিধি সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে মিছিলসহ শহরে লিফলেট বিতরণ কালে পুলিশ বাধা দেয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। সভায় যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।