বিডি প্রতিবেদক :
সমুদ্র শহর কক্সবাজারে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় কক্সবাজার প্রেসক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট -ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ পাঠক, শুভানুধ্যায়ীরা।
এসময় বক্তব্যে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ বলেন, ” প্রতিষ্ঠার পর থেকে প্রতিশ্রুতিশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয় দৈনিকে পরিণত হয়েছে আজকের পত্রিকা, আশা করি ভবিষ্যতে এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে। ”
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মুহাম্মদ আলী জিন্নাত তার বক্তব্যে বলেন, ” দেশে সাংবাদিকতার অন্যতম শিক্ষক ড. গোলাম রহমান সম্পাদক হিসেবে দক্ষতার সাথে আজকের পত্রিকাকে পরিচালনা করছেন। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ”
দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান ও নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা বলেন, ” পথচলার অল্প দিনেই সারাদেশে প্রচার সংখ্যায় তৃতীয় স্থান অধিকার করেছে আজকের পত্রিকা যেটি একটি মাইলফলক, আশাকরি এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে পত্রিকাটি।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইনউদ্দিন হাসান শাহেদ অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান একই সঙ্গে সহযোগিতা প্রত্যাশা করেন।
আজকের পত্রিকার উখিয়া প্রতিনিধি ইফতিয়াজ নুর নিশানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনটিভির কক্সবাজারের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই ও আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সরোয়ার আজম মানিক, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক আজকের দেশ বিদেশের সম্পাদক মোহাম্মদ আয়ুবুল ইসলাম, আজকের পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম প্রমূখ।
এছাড়া বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ,একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।#