বাবু কান্তি দে:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৩ (কক্সবাজার সদর- রামু -ঈদগাঁও ) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আতিক উদ্দিনের কৃষি ফার্মে আজ সকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, কৃষি নির্ভর বাংলাদেশ সংসদে কৃষকদের প্রতিনিধিত্ব করার জন্য অন্তত দশটি আসন থাকা প্রয়োজন। আমি নিজেও একজন কৃষক, তাই আমি বাংলার কৃষকদের প্রতিনিধিত্ব করার জন্য নৌকা প্রতীক নিয়ে সংসদে যেতে চাই।
আতিক উদ্দিন চৌধুরী বলেন, মহান সংসদে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট কৃষি নির্ভর বাংলাদেশ গড়ার জন্য একজন কর্মী হিসেবে কাজ করতে চাই।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আতিক উদ্দিন চৌধুরী।
সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায়
উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ রশিদ আহমদ, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক জাতীয় পরিষদ সদস্য এম.এ হাসেম, কক্সবাজার জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. মোস্তাক আহমদ, আনিসুল হক চৌধুরী, জাকারিয়া চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মো.শাহাদত হোছাইন, সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রশিদ, সদস্য ইয়াকুব আলী ইমন, কক্সবাজার সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মনসুর আলম, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রামু উপজেলা কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন, সহ-সভাপতি আপন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ঈদগাঁও উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ভুট্টো, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, আবদুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মোস্তফা, শহর নেতা অনুব্রত ধর অনুপ প্রমুখ।