শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
প্রিয়তোষ পাল পিন্টু সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন সাংবাদিক হিসেবে সংবাদ পরিবেশনে তাঁর কাজ সীমাবদ্ধ ছিল না। তিনি রাজনীতি, সংস্কৃতি, প্রগতি, ক্রীড়া ও সাহিত্য ছাড়াও নানা অঙ্গনে নিজের উপস্থিতি রেখে গেছেন।
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোকসভায় বক্তারা এমন কথা বলেছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে শোকসভায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী বলেছেন, তাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে অংশ নেয়া প্রিয়তোষ পাল পিন্টু কখনও চাননি মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিতে। পিন্টু বলেছিলেন, দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিয়ে কি হবে?।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, জৈষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমেদ, মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, এডভোকেট আয়াছুর রহমান, মমতাজ উদ্দিন বাহারী, কামাল হোসেন আজাদ, পিটিআই এর ইন্সটেক্টর নাছির উদ্দীন প্রমুখ।
কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।


আরো বিভিন্ন বিভাগের খবর