শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

কক্সবাজার পৌর শহরের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

শাহ নেওয়াজ :
কক্সবাজার শহরের অবৈধ দখল উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন দখলদারদের দ্বারে দ্বারে গিয়ে বুঝিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি শনিবার সকাল ১২ টা থেকে দেড়টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় দেড় শতাধিক অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি জনস্বার্থে দখল থেকে মুক্ত থাকতে অনুরোধ জানান। সন্ধ্যায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
শনিবার প্রধান সড়কের বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু হয় এ অভিযান। কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী পৌর কর্মচারিদের সাথে নিয়ে অভিযান দলটি বড় বাজার হয়ে প্রধান সড়ক, বৌদ্ধ মন্দির, গোলদিঘির পাড়, হাসপাতাল সড়কে এসে শেষ হয়।
এসময় মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, বৃহস্পতিবার প্রথম দিন সকাল-সন্ধ্যায় দুই দফায় অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বন্ধ থাকার পর শনিবার এই অভিযান শুরু হয়। অভিযানে ফুটপাত দখল করে গড়ে উঠা দেড় শতাধিক দোকান সরিয়ে নেয়া হয়েছে। এই সঙ্গে কয়েকটি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে দখলদারদের বুঝানো হচ্ছে যাতে কোনভাবে নতুন করে দখল না করেন। উচ্ছেদ করা স্থানে যে আর দোকান না বসান। এই সঙ্গে অভিযানে অবৈধ পার্কিং সরিয়ে নেয়া হয়েছে। নতুন করে আবার দখল বা পার্কিং করলে কঠোর অবস্থানে যাবেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন এ অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর