শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

অবরোধ: কক্সবাজারে পথে পথে তল্লাশি

নিউজ রুম / ১১৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

রহমান তারেক :
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে কক্সবাজারে নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে চলছে তল্লাশি।
হরতাল বা অবরোধের সময় মোটরসাইকেল আরোহী কিছু ছদ্মবেশী দুষ্কৃতকারী যানবাহনে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপের আশঙ্কা থাকে। তাই সন্দেহজনক লোকজনকে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছেন, মহাসড়কের চকরিয়া অংশে দায়িত্বরত চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও মহাসড়ক, উপসড়কে ছোট যানবাহন চলাচল রয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে কক্সবাজারের সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিকভাবে রয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবির টহল ও অবস্থান দেখা গেছে। টহল দিতে দেখা গেছে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবরোধের কারণে কক্সবাজার থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে সকালে কিছু কিছু যানবাহন মহাসড়কে চলাচল করতে দেখেছেন পথচারীরা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘কক্সবাজারের পরিবেশ স্বাভাবিক রয়েছে। কিছু লোকাল বাস ও বিছিন্নভাবে মানুষ চলাচল করছে। বিশেষ করে রাতে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস গুলো যাতে নিরাপদে পৌঁছতে পারে সে জন্য জেলা পুলিশের বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।’
কক্সবাজারের পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সকল প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান নিশ্চিত করার পাশাপাশি বাড়ানো হয়েছে টহল। র‌্যাব ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে। কোথাও যদি কোন অপ্রীতিকর ঘটনা  বা নাশকতার চেষ্টার খবর পেলেই ব্যবস্থা নেয়া হবে।’
কুমিল্লা রিজিয়ন চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাসিম খান বলেন, ‘চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলরত ছোট-বড় যানবাহনগুলো চলাচলের ক্ষেত্রে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে  হাইওয়ে পুলিশের পেট্রোল টিম সতর্ক অবস্থান রয়েছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর