আল জাবের :
আগামী ১১ নভেম্বর কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মহেশখালীর মাতার বাড়িতে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই জনসভার সফল করতে মাতার বাড়িতে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মাতারবাড়ি মসজিদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশিক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার প্রমুখ।
কর্মী সমাবেশ থেকে মাতার বাড়ির জনসভা সফল করার ডানা কর্মসূচি গ্রহণ করা হয়।