বিডি প্রতিবেদক :
জাতির উদ্দেশ্যে দেওয়া-ভাষনে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল । প্রধান নির্বাচন কমিশনারের এই তফসিল ঘোষণা কে অবৈধ আখ্যা দিয়ে কক্সবাজারের মিছিল সমাবেশ করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
তফসিল ঘোষণার পরপরই কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী অসাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্নার নেতৃত্বে তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
পরে জেলা বিএনপি কার্যালয় এর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, এই তফসিল দেশবাসী মানে না। পুনরায় তফসিল ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। পুনরায় তফসিল দেওয়ার জন্য সরকারকে বাধ্য করা হবে।
মিছিল প্রতিবাদ সমাবেশ, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।