বিডি প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে আজ। প্রথম অধিবেশন বসার প্রতিবাদে ও দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অংশগ্রহণ হিসেবে এ মিছিল করে কক্সবাজার জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলের নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎসজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
কালো পতাকা মিছিলে কক্সবাজার পৌর, সদর, রামু উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী যোগ দেন। মিছিলটি কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি সদর সদর বিএনপি’র সভাপতি সুবেদার আব্দুল মাবুদ চৌধুরী. রামু বিএনপির সভাপতি এম মুক্তার আহমদ. সাধারণ সম্পাদক ছৈয়দ নরু সওদাগর. জেলাসেচছাসেবক দলের সদস্য সচিব মোঃ সরওয়ার রোমন.জেলা ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন রিপন. রামু বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশীর বাবু.কৃষক দলের সদস্য সচিব শরিফুল উদ্দিন বাবুল. পৌর সাংগঠনিকসম্পাদক গিয়াস উদ্দিন. মাসুদুর রহমান মাসুদ. নুরুল আবছার প্রমুখ।
সমাবেশে সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, আজকে জাতীয় সংসদে অবৈধ প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীরা প্রথম অধিবেশনে বসতে যাচ্ছে। এর প্রতিবাদে আমরা কালো পতাকা মিছিল করেছি। সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকায় হবে বড় কর্মসূচি। যতদিন পর্যন্ত গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার আসবে না ততদিন আমরা রাজপথে থাকবো।