বিডি প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন কক্সবাজার থেকে অনেকেই। তালিকায় রয়েছে সদ্য বিদায়ী মহিলা সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য সহ অনেকেই।
রয়েছেন দলের বিভিন্ন পদ পদবিধারী নেত্রীরা। সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য পদের দৌড়ে এগিয়ে রয়েছেন বেশ কয়েকজন।
তার মধ্যে আছেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার বাপ্পি ও। আলোচনায় রয়েছেন আরো কয়েকজন।
দীর্ঘদিন থেকে তিনি সাধারণ মানুষেরপাশে থেকে তৃনমূলপর্যায়ে উঠে আসাএকজন নেত্রী।
জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণসম্পাদক লুৎফুন্নাহার বাপ্পি বলেন,আজকে অনেকেই দলের নেত্রী পরিচয় দিচ্ছেন। বিভিন্ন পদ পদবী নিয়ে বসে আছেন। কিন্তু জোট সরকারের সময়ে আমরাই মাঠে ছিলাম। দল ক্ষমতায় আসার পর এখন অনেকে সুযোগ নিচ্ছে। আমি মনে করি এটার দাবিদার আমরাই যারা দুর্দিনে দলের সাথে ছিলাম ।
লুৎফুন্নাহার বাপ্পী বলেন, মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে এসেছি। তাই সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। নারী সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। বাপ্পি বলেন ২০১২ সাল থেকে আজ পর্যন্ত আমি কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদকেরদায়িত্ব পালন করে আসছি।
২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। ২০০৮-২০১২ সাল পর্যন্ত কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক, ২০০৯-২০১১ সালপর্যন্ত বেসরকরী কারা পরিদর্শক, ২০১৫-২৩ সাল পর্যন্ত সী বীচ মেনেজমেন্ট নারী সদস্য ছিলাম। বর্তমানে সী-বীচ উন্নয়ন কমিটির নারী সদস্য হিসেবে রয়েছি।
বিএনপি-জামায়াতের অরাজকতাসহ দেশ বিরোধী নাশকতার সময় দিনের অধিকাংশ সময় মিছিল -মিটিংয়ে ছিলাম।
আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আশা করি আমাকে মূল্যায়ন করবেন। ইতিমধ্যে আমি ভালো খবর পাচ্ছি কেন্দ্র থেকে। আমি সবার দোয়া চাই।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করেন। আমি আশা করি বঙ্গবন্ধুর কন্যা আমাকে দুর্দিনের মাঠের কর্মী হিসেবে পুরস্কৃত করবেন।