
বিডি প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গনে পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ আজ স্বাধীন। হাজার বছরের বাঙালির ইতিহাসে আর কোন নেতা জাতিকে স্বাধীনতা এনে দিতে পারেনি। তাই আমাদের মনে রাখতে হবে, জাতির পিতার সংগঠন এই বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুই আওয়ামী লীগকে জন্ম দিয়েছেন, আবার আওয়ামী লীগই বঙ্গবন্ধুকে জন্ম দিয়েছেন।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দুর্ভিক্ষের বাংলাদেশ থেকে পৃথিবীর বুকে এই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে রূপান্তর করছে। তাই জননেত্রীর শেখ হাসিনার রূপকল্প ২০৪১ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, রাজনীতি বেচাকেনার বিষয় নয়, অনেকেই আওয়ামী লীগকে নানাভাবে দুর্ভল করতে চাইছে। তাদের অবস্থা হবে ভয়াবহ। জামায়াত—বিএনপি সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে একযোগে হয়ে সমুচিত জবাব দিতে হবে।
এ-সময় সহযোগি সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে মুজিবুর রহমান আরও বলেন রাজনীতি ঢাকায় করলে হবে না।রাজনীতি করতে হলে নিজ নিজ জেলায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সকল সহযোগি সংগঠন কে এক এবং অভিন্ন হয়ে রাজনীতিতে আরও বলিষ্ঠ হয়ে নেতৃত্ব দেয়ার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় খতমে কুরআন, সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেল ৩টায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভা চলাকালীন
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্মের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন।
এসময় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
পরে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক মুকুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইউনুস বাঙালি, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা ও বি এম এ সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আয়েশা সিরাজ, জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাস, জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আকতার রোমানা, শহর যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহেদ মোঃ এমরান, জেলা উলামা লীগের সভাপতি নুরুল আলম সরকার।
এছাড়া কক্সবাজার জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলার গুরুত্বপূর্ণ সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সদর রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক বৃন্দ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও ১২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকের নেতৃত্ব ওয়ার্ড ও ইউনিট নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।