শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা সভায় আওয়ামীলীগ দুগ্রুপের হট্টগোল

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী লীগের দুই গ্রুপের হট্টগোল হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বেলা ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটন বক্তব্যে বলেন, সাইফুদ্দিন খালেদকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নন, আইনশৃঙ্খলা সভায় কেন তাকে সভাপতি হিসেবে সম্বোধন করা হয়।

জুবাইদুল্লাহ লিটনের বক্তব্যের জবাবে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, জুবাইদুল্লাহ লিটন দশ বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তি। তাদের মত অপরাধীকে আইনশৃঙ্খলার সভায় উপস্থিত রেখে আইনশৃঙ্খলা কথা বলা যায় না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ত্রাণ চুরির দায়ে মামলা হয় এবং চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত হন,তিনিও একজন অপরাধী। বক্তব্যের এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে হট্টগোল বেধে যায়।

দুপক্ষের হট্টগোলে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক সভা সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

এসময় চকরিয়া পেকুয়া আসনের সাংসদ মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর