বিড়ি প্রতিবেদক :
কক্সবাজার হোটেল মোটেল কটেজ জোনের দালাল চক্রের মূল হোতা মালেক ওরফে টমটম মালেক গ্রেফতার। ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান গতকাল রাত ৮ঃ৪৫ টার দিকে তাকে সুগন্ধা পয়েন্টের নীলিমা রিসোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে এবং বিভিন্ন হোটেলে নিয়ে হয়রানি করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তার গ্রুপে ৩০ জনের উপর দালাল সদস্য কাজ করে। তারা পর্যটকদের অল্প ভাড়ায় ভাল হোটেল দিবে বলে বিভিন্ন হোটেল মোটেল কটেজে নিয়ে গিয়ে কমিশন নেয়াসহ পর্যটকদের অপরাধিদের হাতে তুলে দেয়। শিউলি কটেজের ঘটনায়ও তার সংশ্লিষ্টতা স্বীকার করছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় কলাতলীর কয়েকজন প্রভাবশালীদের নিয়মিত মাসিক চাঁদা দিয়ে তারা এই পর্যটক হয়রানির কাজ করে থাকে। তার থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতারকৃত মালেককে কোর্টে প্রেরণ করা হয়েছে।