শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

স্বাধীন রাষ্ট্র গঠনে বাঙালী জাতিকে উজ্জীবিত করেছিল মুজিবনগর সরকার-সিরাজুল মোস্তফা

নিউজ রুম / ৬৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

সুমন আহসান :

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা বলেছেন, একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর সারাবিশ্বে খুব দ্রুত বাঙালীদের মুক্তিযুদ্ধের পক্ষে একটা জোরালো জনসমর্থন গড়ে উঠে। তবে সবাই মুক্তিযুদ্ধ করতেই এসেছিল এমন নয়। এরমধ্যে অনেকে পাকিস্তানের এজেন্ট হয়ে এসেছিলেন। বিএনপি-জামায়াত পরাশক্তি পাকিস্তানের সেই এজেন্ট। এই পরাশক্তি বাংলাদেশের অগ্রগতির পথ রুদ্ধ করার জন্য এখনো দেশ বিদেশে ষড়যন্ত্র করে আসছে। বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাবো। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাবো এটাই হোক আমাদের শপথ।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় দেশ গড়ার সংগ্রামে ভুমিকা রাখতে হবে আমাদের। বিএনপি ও তাদের দোসর অপশক্তি মিথ্যা মনগড়া ইতিহাস দিয়ে তরুন প্রজন্মকে সঠিক ইতিহাস পাঠ থেকে বিভ্রান্ত করছে। এই অপশক্তিকে বিনাশ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বদরবারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এড. রনজিত দাশ, এড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙ্গালি, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, এড. নাছরিন ছিদ্দিকা লীনা, এড. মমতাজুল ইসলাম, আবুহেনা মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রহিম উদ্দিন, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহদুর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আছিফুল মওলা, ডা. পরিমল কান্তি দাশ, সাবেক ছাত্রনেতা মির্জা ওবায়েদ রুমেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবরার সাকিব প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, জি.এম আবুল কাশেম, ড. নুরুল আবছার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, মোহাম্মদ মহীদুল্লাহ, এড. নুরুল ইসলাম সায়েম, আশরাফ উদ্দিন আহমেদ,  আহসান সুমন, জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম নেওয়াজ, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক খোকন, গিয়াস উদ্দিন, নুরুল আলম পেঠান, সোহেল রানা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ, জেলা মৎস্যজীবি লীগ নেতা আবদুল হান্নান কামাল, ইকবাল হোসেন বাপ্পী, জসিম উদ্দিন, মনিকাঞ্চন, নাছির উদ্দীন, যুবনেতা প্রভাষক জমির উদ্দিন, সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজীবুল ইসলাম, যুগ্ম আহবায়ক সৈয়দ সাফাওয়াত সজীব, রবিউল হাসান সাকিব, ইব্রাহিম খলিলসহ  আ.লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ভোর ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর