শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

উপ‌জেলা প্রেসক্লাব উ‌খিয়ার সংখ‌্যাগ‌রিষ্ট সদস‌্যদের অনাস্থা: আহবায়ক কমিটি গঠন

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:
সংখ‌্যাগ‌রিষ্ট সদস‌্যদের অনাস্থায় উ‌খিয়া উপ‌জেলা প্রেসক্লাবের কমিটি ভেঙ্গে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭ এপ্রিল বুধবার ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক শাকুর মাহমু‌দের বিরুদ্ধে কমিটির ৩১ সদস্যদের মধ্যে ২২ জন সদস্য অনাস্থা জ্ঞাপন করলে এবং ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ১০ জন সদস্য স্বেচ্ছায় কার্যকরী কমিটি হতে পদত্যাগ করলে গঠনত‌ন্ত্রের আ‌লো‌কে সাধারণ সদস‌্য মিজবাহ উদ্দিন আজা‌দ সাধারণ সভা আহবান করেন।
সা‌বেক সভাপ‌তি মোস‌লেহ উদ্দি‌নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তা‌লিকাভুক্ত ৩১ সদস্যের মধ্যে ২২ জন সদস‌্য অনাস্থা জ্ঞাপন করেন। উপ‌স্থিত সদস‌্যবৃ‌ন্দের ম‌ধ্যে সর্ব সম্মতভাবে অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এবং কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
২য় অধিবেশনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস‌লেহ উ‌দ্দি‌নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজান উর রশীদ মিজানকে প্রধান আহবায়ক, ঢাকা টাইমস পত্রিকার উখিয়া প্রতিনিধি মোস‌লেহ উদ্দিন যুগ্ম আহবায়ক, দৈনিক গণজাগরণ পত্রিকার উখিয়া প্রতিনিধি মারজান আহমদ চৌধুরী যুগ্ন আহবায়ক, দৈনিক বর্তমান পত্রিকার উখিয়া প্রতিনিধি মিছবাহ উদ্দিন আজাদকে সদস‌্য সচিব ও দৈনিক আলোকিত উখিয়ার প্রতিনিধি আবদুল ল‌তিফ বাচ্চু, দৈনিক আলোকিত উখিয়ার প্রতিনিধি  এম বশর চৌধুরী এবং দৈনিক বসুন্ধারা পত্রিকার উখিয়া প্রতিনিধি ম‌ফিজুল ইসলাম‌কে সদস‌্য ক‌রে ৭ সদস‌্য বি‌শিষ্ট আহবায়ক ক‌মি‌টি গঠন করা।
গঠনতন্ত্রর অনু‌চ্ছেদ ৪১ ধারা ৪৮ উপধারা (ঘ) ম‌তে আহবায়ক ক‌মি‌টি উপজলা প্রেসক্লা‌ব উখিয়ার কার্যক্রম প‌চিালনাসহ প‌রিবর্তী নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় ব‌্যবস্থা কর‌বে। এক্ষেত্রে আহবায়ক কমিটি কার্যকরী কমিটির সকল দায়িত্ব পালন করবে।


আরো বিভিন্ন বিভাগের খবর