শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

জাতীয় শোক দিবসকে হাতিয়ার বানিয়ে- ইয়াবা পাচার :৬ কারবারি আটক

নিউজ রুম / ২২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার টেকনাফ সড়কে ভাড়ায় চালিত কারগাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ আগস্ট) বেলা ১টার দিকে কক্সবাজার কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসিয়ে মিনি কার তল্লাশি করে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে পূঁজি করে প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা মাদকের চালান পাচার করছিল বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি-ডিবি) সাইফুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন, কারটির চালক টেকনাফ সদরের মৌলভীপাড়া গ্রামের লোকমান হাকিমের ছেলে রফিক (২৪), নাজিরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে সৈয়দ নুর (২৬), উত্তর নাজিরপাড়া গ্রামের আব্দু শুকুরের ছেলে সৈয়দ উল্লাহ এবং মৌলভীপাড়া গ্রামের আলী আহমদের ছেলে সিদ্দিক (৪০), চকরিয়ার পূর্ব নিজপাড়ার মৃত শাহ আলমের ছেলে মাদক ব্যবসায়ী ওসমান (৩০) এবং টেকনাফের নোয়াখালীপাড়ার ছৈয়দুর রহমানের ছেলে ইব্রাহিম (২০)। শেষের দু’জনকে শহরের জেল গেট থেকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সাইফুল আলম বলেন, সোমবার সকাল হতে সবাই জাতীয় শোক দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে, একে পূঁজি করে মাদক পাচার চক্র ইয়াবার চালান আনছে। সুনির্দিষ্ট তথ্যে এ খবর পেয়ে পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশনায় আমার নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম বেলা ১১টার দিকে কক্সবাজার কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসানো হয়। সোর্সের দেয়া তথ্যে চেকপোস্টে আসা (ঢাকা মেট্রো ক-১১-৩১৮৯) টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত মিনি কার তল্লাশি করা হয়। প্রাথমিক তল্লাশীতে মাদকের অস্থিত্ব না পাওয়ায় সোর্সের সাথে আবারো যোগাযোগ করে ওভার কনফার্ম হই। এতে কার চালক রফিক, সাথে থাকা সৈয়দ নুর, সৈয়দ উল্লাহ এবং সিদ্দিককে আটক করে গাড়িতে ইয়াবার অস্থিত্ব সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা অস্বীকার করে।

ডিবির ওসি আরো জানান, পরে আটকরাসহ গাড়িটি কলাতলি সংলগ্ন স্থানীয় ওয়ার্কসপে নিয়ে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির এক পর্যায়ে গাড়ির নীচে বিশেষ কায়দায় সংযোজন করা বক্সে লুকানো কচ টেপ দ্বারা মুড়ানো ইয়াবার অস্থিত্ব পাওয়া যায়। বেলা ১২টার দিকে উপস্থিত লোকজনের সামনে দশটি প্যাকেটে উনিশ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কারটিও জব্দ করা হয়।
ওসি বলেন, ইয়াবার সন্ধান নিশ্চিত হবার পর প্রথমে আটকদের গ্রেফতার দেখিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত ইয়াবা রিসিভ করার জন্য অপেক্ষায় থাকা চক্রের অন্য দুই মাদক ব্যবসায়ী ওসমান এবং ইব্রাহিমকে কক্সবাজার শহরের জেল গেট থেকে গ্রেফতার করে ডিবি। সবমিলিয়ে মাদক পাচার চক্রের সাথে জড়িত মোট ছয় জন কে গ্রেফতার করা সম্ভব হয়। পাশাপাশি পলাতক আরো কয়েকজনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ডিবির ওসি সাইফুল আলম জানান, মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাফ-কক্সবাজার সড়কে চলাচলকারী ভাড়ায় চালিত অনেক গাড়ি যাত্রী পরিবহনের আড়ালে এরকম অভিনব কায়দায় মাদক পরিবহন করে। এরকম তথ্যের ভিত্তিতেই মূলত আজকে অভিযান পরিচালনা করা হয়। ছয়জনকে গ্রেফতারের বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর